Home জাতীয় রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

50
0
SHARE

রাজধানীর দক্ষিণখানে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে আশিয়ান সিটি এলাকায় একটি টহল দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত রিপনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে।

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন বলেন, ঘটনাস্থলে পৌঁছে ‘র‌্যাবের টহল দল গুলির মুখে পড়ে’ পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে যাওয়ার পর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও এক হাজার ৯৩৭ ইয়াবা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে।