সত্যের পথে প্রতিনিয়ত….. এই শ্লোগান’কে সামনে রেখে এক ঝাঁক প্রতিভাবান তরুন / তরুনীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম বাংলা অনলাইন নিউজ পোর্টাল , নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম ।
যার যাত্রা শুরু করেছিলাম ২০১৯ সালের ২৪ জুলাই ।
তার আগেই সকল প্রকার সরকারী নিয়ম নীতি অনুযায়ী যথা সময়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের চাহিদা মোতাবেক সকল প্রকার কাগজ পত্র আবেদন পত্রের সাথে দাখিল করি । তারপরেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে তদন্ত করতে অফিসে আসতে শুরু করে কিন্তু বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে সরকারি অফিস আদালত বন্ধ করে দিলে তদন্ত কাজ থেমে যায় এবং জানতে পেরেছি সরকার সেই প্রক্রিয়া আবার শুরু করেছে। তবে আশার কথা হলো কয়েক দিন আগে মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে ইতিমধ্যে যাদের তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তাদের মধ্যে থেকে কিছু নিউজ পোর্টালকে এ মাসের মধ্যই অনুমোদন দিবেন । মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রক্রিয়াটি সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন বলে । আমরাও আশাকরছি ঢালাও ভাবে কিছু নাকরে যোগ্যতার ভিত্তিতে প্রকৃত সংবাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হোক ।
সম্মানিত পাঠকবৃন্দ , গত এক বছরে আমাদের কার্যক্রমে কোন রকম গাফিলতির সুযোগ ছিলোনা তার পরেও যদি কখনো ভুলবশত কোন গুরুত্বপূর্ণ সংবাদ যথা সময়ে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি বলে মনে হয়েছে এবং কোন সংবাদে আংশিক ভুল হয়ে থাকলে অথবা সংবাদের কোন অংশে টাইপিং সমস্যার কারনে ভাষাগত ও শব্দের ব্যবহারে ত্রুটি থেকে থাকলে এর সমস্ত দায়ভার আমাদের কাঁধে নিয়ে আগামীতে এধরণের কোন ভুল না-করার প্রতিশ্রুতি দিচ্ছি । সেই সাথে যে কোন বিষয়ে আপনাদের সু পরামর্শ প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করি আপনাদের মূল্যবান পরামর্শ ও অনুপ্রেরণা পেলে আমাদের সকল প্রকার কাজের গতি দিগুণ বেড়ে যাবে ।
আপনাদের প্রিয় অনলাইন গণমাধ্যম “নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম” প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজও পর্যন্ত একটি সম্পুর্ন অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে । এই মূহুর্ত পর্যন্ত অত্র পত্রিকাটির সংবাদ সংগ্রহ বাবদ ব্যয় ও সহকর্মীদের পারিশ্রমিক শুধু মাত্র অত্র পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক মহোদয় তাঁর নিজস্ব আয় থেকে প্রদান করে যাচ্ছেন ।
শুধুমাত্র ব্যবসায়ীক উদ্দেশ্যে এই নিউজ পোর্টালটি আমরা প্রতিষ্ঠা করিনি , কিভাবে সমাজের অসংগতি গুলি দুর করাযায় ও জনগণের কল্যানের পক্ষে কাজ করার অভিপ্রায়ে বিবেকের দায় বোধ থেকে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম এগিয়ে চলছে দুর্বার গতিতে যেখানে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সু শাসনের পক্ষে কাজ করা ই হলো আমাদের মূলনীতি ।
আমরা গভীরভাবে লক্ষ করছি, বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতির কারনে সারা বিশ্বে কয়েক লক্ষ লোক মারাগেছে । ইতিমধ্যে সেই ঝাপটা বাংলাদেশের উপর দিয়ে চলছে , লক্ষাধিক পরিবার ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে । এদিকে সাস্থ্য খাতে মহা লুটপাটের হোলিখেলা চলছে, এসবের বিরুদ্বে সরকার পদক্ষেপ নিচ্ছে কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে কেন? তার আগেই দুর্নীতির মূলোৎপাটন করতে হবে । তা নাহলে বর্তমান সরকার ঘোষিত ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান, ফর্টি ওয়ান ও ডেলটা প্ল্যান বাস্তবায় করা অসম্ভব হবে। তাই এখন থেকেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে ।
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি সারা বিশ্বের ও বাংলাদেশের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করুন এবং আমাদের সকলকে হেফাজত করুন আমরা সবাই আগের সেই মুক্ত পৃথিবী চাই যে পৃথিবীতে বন্ধু, স্বজন ও পরিচিত জনের সাথে করমর্দন , আলিঙ্গন ও আপ্যায়নের মাধ্যমে একটি সুখী ও সামাজিক পরিবেশে বসবাস করতে পারি ।
আমার প্রিয় সহকর্মীদের কথা না বললেই নয় , যাদের অক্লান্ত পরিশ্রমে অত্র অনলাইন পোর্টাল ” নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম ” আজকে জনসাধারনে মাঝে ব্যপক ভাবে পরিচিতি লাভ করেছে এবং আগামীতে আপনারা আরো বেশিকরে মেধার চর্চাকরে “নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকমকে” সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যাবেন সেই প্রত্যাশা করছি ।
এবার আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যপক ভাবে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা ছিলো কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর কারনে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম পরিবারের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল অনুষ্ঠান আয়োজন থেকে বিরত রয়েছি ।
উল্লেখ্য , প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্বের বরাদ্দ কৃত অর্থ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে ।
পরিশেষে “নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশ বিদেশের সম্মানিত পাঠক , শুভ্যানুদ্বায়ী , কলাকুশলি জেলা / উপজেলা প্রতিনিধি ও সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ।
আসুন , সরকার নির্দেশিত সামাজিক দুরত্ব বজায় রাখি , পরিচিত জনদের সাস্থ্য সচেতন করি , মাস্ক , গ্লাভস , স্যানিটাইজার ও সাবান দিয়ে ভালো করে হাত ধৌত করি ।
ইনশাআল্লাহ…অন্ধকারের পরে , আলো আসবেই…!
আল্লাহ হাফেজ ।
শোয়েব আহমেদ শিপন
সম্পাদক ও প্রকাশক ।



