Home জাতীয় রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

89
0
SHARE

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় ১৩ তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আসাদুল (২৫) ও খাইরুল (২৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

সহকর্মী শফিকুল জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ৩৩৮/এ ১৩ তলা নির্মাণাধীন ভবনের দশ তলায় বাহিরের আস্তরের কাজ করার সময় মাচান থেকে তারা পড়ে যায়। এ সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে।