Home জাতীয় বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী

বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হোন: প্রধানমন্ত্রী

186
0
SHARE

বিদেশে বাংলাদেশবিরোধী প্রপাগান্ডার (অপপ্রচার) বিরুদ্ধে সোচ্চার হতে রপ্তানিকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যরা দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু লোক আছে অনবরত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। এটা আপনাদের অ্যাড্রেস করতে হবে। যার জন্য ক্ষতিগ্রস্ত আপনারা হন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাকে পলিটিক্যালি ক্ষতি করতে চায়। কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান আপনারা ব্যবসায়ীরা।
বাংলাদেশকে সব দিক থেকে গড়ে তুলতে চান জানিয়ে তিনি বলেন, আমাদের অর্থনীতি যদিও কৃষিপ্রধান, কিন্তু এটাও ঠিক যে শিল্পায়ন ছাড়া কোনো দেশের উন্নতিটা ত্বরান্বিত হয় না। এটাও বাস্তবতা। সেজন্য একদিকে আমরা কৃষিকে গুরুত্ব দেই, আবার শিল্পকেও গুরুত্ব দেই।