Home জাতীয় একটি মহল সমালোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ব্যাহত করতে চায় : ডেপুটি স্পীকার

একটি মহল সমালোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ব্যাহত করতে চায় : ডেপুটি স্পীকার

75
0
SHARE

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব ফজলে রাব্বি এমপি বলেন মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার বিকল্প নেই। তিনি সমাজের সকল পর্যায়ের মানুষকে মাদক বিরোধী ভুমিকা রাখার আহবান জানান।
আজ সোমবার গাইবান্ধা শহরের প্রসেফর কলোনীতে ইউএসএস মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের উদ্বোধন কালে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সুন্দর জীবন গড়ে তুলতে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হবে। সরকার বেকারদের কর্মসংস্থানের বিশেষ উদ্যোগ নিয়েছে। সুতরাং হতাশ হওয়ার কোন কারণ নেই। মাদকমুক্ত সমাজ গঠনের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একটি মহল নানাভাবে সরকারের সমালোচনায় লিপ্ত থাকার মাধ্যমে তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়। তাদের সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে।
ওই নিরাময় কেন্দ্রের নির্বাহী প্রধান মো. শাহাদত হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহানসহ আ’লীগ নেতৃবৃন্দ। নিরাময় কেন্দ্রে ১০টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে।