Home আন্তর্জাতিক সাজাপ্রাপ্ত ইসরাইলি গোয়েন্দাকে তেল আবিব পাঠাচ্ছে আমেরিকা

সাজাপ্রাপ্ত ইসরাইলি গোয়েন্দাকে তেল আবিব পাঠাচ্ছে আমেরিকা

113
0
SHARE

ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত মার্কিন নৌবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা জনাথন পোলার্ডকে তেল আবিব পাঠাচ্ছে ওয়াশিংটন। ১৯৮৬ সালে ইসরাইলের পক্ষে আমেরিকার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগে পোলার্ডের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মার্কিন আদালত। কিন্তু সেই রায় উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন তাকে ইসরাইলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন বিচার বিভাগের প্যারোলে কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরাইল।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল সফরের জন্য জনাথনের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রধানমন্ত্রী আমেরিকায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রন ডারমরের দায়িত্বশীলতা এবং আন্তরিকতার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। শিগগিরিই পোলার্ডকে ইসরোইলে দেখা যাবে বলে প্রধানমন্ত্রী আশা করেন।

ইসরাইলের আরো কয়েকজন কর্মকর্তা বলেছেন জনাথন পোলার্ডকে মুক্তি দেয়ার কারণে তাকে ও তার পরিবারকে এখন ইসরাইলে স্বাগত জানাতে আর কোনো বাধা থাকবে না।