Home খেলা অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ে ভারত

অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ে ভারত

100
0
SHARE

অ্যাডিলেডে চার ম্যাচ সিরিজের একমাত্র দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বিরাট কোহলির দল।

এই ম্যাচে ভারতীয় দলে কারো অভিষেক হয়নি। তবে অস্ট্রেলিয়ান দলে অভিষেক হলো পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ৪৫৯তম ক্রিকেটার হিসেবে টেস্ট খেলতে নামলেন এই অলরাউন্ডার।

এই ম্যাচের পর সিরিজের বাকি তিন ম্যাচে নিজেদের অধিনায়ককে পাচ্ছে না ভারত। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাবেন বিরাট কোহলি।

ভারত একাদশ : মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ : জো বার্নস, ম্যাথু ওয়েড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, টিম পেইন(অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিনস, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।