Home জাতীয় জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির পুষ্পার্ঘ্য...

জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির পুষ্পার্ঘ্য অর্পণ

211
0
SHARE

আজ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ।
বেলা আনুমানিক বারটার সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুজাফফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সম্মানিত সদস্য সচিব সাবেক সাংসদ জনাব হারুনর রশীদ এর নেতৃত্বে যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন ।

গত ২১ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির অনুমোদন দেন ।
উক্ত কমিটিতে দেশের ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিবর্গ ও একসময়ের কেন্দ্রীয় ছাত্রলীগের একঝাক তুখোড় সাবেক ছাত্রনেতা স্থানকরে নেন ।
নবঘোষিত কমিটির সদস্য এক সময়ের তুখোড় ছাত্রনেতা শোয়েব আহমেদ শিপন এই প্রতিবেদক কে বলেন , কিশোর বয়স থেকে বাঙালি জাতির স্বাধীকার আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা ও স্বাধীনতা যুদ্ধের গল্প শুনে মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্র লীগের রাজনীতিতে জড়িয়ে পরি । তৃনমুল পর্যায়ে থেকে ছাত্র রাজনীতি করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এসে শেষ করি ।
বিগত দিনেও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে কাজ করেছি । বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আমাকে যুব ও ক্রীড়া উপ কমিটিতে কাজ করার সুযোগ দিয়েছেন বলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।
আমি মনে করি , যুব ও ক্রীড়া উপকমিটিতে ব্যপক পরিসরে কাজ করার সুযোগ আছে । এই কমিটি তরুন প্রজন্মকে নিয়ে কাজ করার একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে । মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমৃত্যু কাজকরে যাবো । সততা , ন্যয় ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে সমাজের জন্য ভালো কিছু করার যেনো সুযোগ পাই তার জন্য প্রিয় দেশবাসীর কাছে দোয়া চাই ।

দ্বিতীয় পর্বে ধানমন্ডি ক্লাব অডিটোরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে আজকের কর্মসূচির সমাপ্ত হয় ।