Home জাতীয় হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

হাসপাতাল থেকে ছাড়া পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

97
0
SHARE

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় তাকে ছাড়পত্র দেওয়া হয় বলে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, শুক্রবার কিছুটা সুস্থ বোধ করার পর চিকিৎসকদের কাছে ছাড়পত্রের অনুরোধ জানিয়েছিলেন মমতা।
চিকিৎসকরা জানান, বাড়ি ফেরার মতো অবস্থায় এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের মতে, বাড়িতে রেখেও ২-৩ দিন চিকিৎসা করা যায়। বাড়িতে কীভাবে থাকতে হবে মমতাকে জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানায়, প্লাস্টার কেটে দেখা গেছে, মমতার পায়ে ফোলা কমেছে। শুক্রবার নতুন করে তার পায়ে প্লাস্টার করা হয়। কিছুদিন মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। বিশেষ ধরনের চটি পরে হুইলচেয়ার ব্যবহার করা যাবে।

১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন পেশ করার পর পড়ে গিয়ে পায়ে-কোমরে চোট পান মমতা। নন্দীগ্রাম থেকে কলকাতার এসএসকেএমে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। রানিচকের একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার সময় তাকে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।