Home খেলা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই সাকিব

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই সাকিব

97
0
SHARE

আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৪১২ রেটিং পয়েন্ট নিয়ে সিংহাসন অটুট রেখেছেন বার্থডে বয় সাকিব। আগের অবস্থান দুইয়ে আছেন মোহাম্মদ নবী। আর, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুন বল করে তিনে উঠে এসেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

এদিকে, নিউজিল্যান্ডে দ্বিতীয় ওয়ানডেতে ভালো ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তামিম, মিঠুন। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুজনেরই। তামিম এগিয়েছেন তিন ধাপ। ২২তম অবস্থান থেকে উঠে এসেছেন ১৯তম অবস্থানে। আর ১২ ধাপ এগিয়ে ৯৪তম অবস্থান থেকে ৮২তম অবস্থানে উঠে এসেছেন মিঠুন।

আর, বোলার র‌্যাঙ্কিয়ে চারেই আছেন মেহেদী হাসান মিরাজ। তবে তিন ধাপ পিছিয়ে সেরা দশ থেকে ১১তে নেমে গেছেন মুস্তাফিজুর রহমান।