Home বিনোদন ভারতীয় বোর্ডই সাকিব-মোস্তাফিজকে পাঠানোর ব্যবস্থা করছে : সিইও

ভারতীয় বোর্ডই সাকিব-মোস্তাফিজকে পাঠানোর ব্যবস্থা করছে : সিইও

272
0
SHARE

আইপিএলে খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ভারতের ভয়াবহ করোনা মহামারির মধ্যেই চলছিল আইপিএলের খেলা। তবে শেষ পর্যন্ত স্থগিত করতেই বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। টুর্নামেন্ট স্থগিত করার পর দেশটিতে খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ দেশে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আজ সংবাদ মাধ্যম পিটিআইকে জানিয়েছেন, তারা ‘একটি সঠিক পথ’ খুঁজছেন বিদেশী ক্রিকেটারদের দেশে পাঠানোর ব্যাপারে। সে হিসেবে বিসিসিআই, খেলোয়াড়দের সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি এবং আইপিএল কর্তৃপক্ষ মিলেই বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠানোর ব্যবস্থা করছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে মধ্যস্থতা করছে।

সাকিব-মোস্তাফিজের দেশে ফিরে আসার ব্যাপারটি সরাসরি তদারক করছেন বিসিবি সিইও। আজ রাতে জাগো নিউজের সঙ্গে আলাপে সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সাকিব-মোস্তাফিজকে আসলে বিসিবি ফিরিয়ে আনবে না। তাদেরকে ফেরত পাঠানো হবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের মাধ্যমে। হয় বিসিসিআই, কিংবা সংশ্লিষ্ট ফ্রাঞ্জাইজি কিংবা আইপিএল কর্তৃপক্ষ, কিংবা এরা সবাই মিলে খেলোয়াড়দের নিজ নিজ দেশে পাঠানোর জন্য চাটার্ড ফ্লাইটের ব্যবস্থা করতেছে। সেভাবেই খেলোয়াড়রা দেশে ফিরবেন।’

বিসিবি সিইও আরো জানিয়েছেন, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের ফেরার তারিখ এখনও ঠিক হয়নি। তবে যত তাড়াতাড়ি সম্ভব, তাদেরকে দেশে পাঠানো হবে।

সুজন আরো জানান, তারা (সাকিব-মোস্তাফিজ) যেহেতু দুটি ভিন্ন ভিন্ন শহরে অবস্থান করছেন, সেহেতু তাদেরকে একসঙ্গে করে কিভাবে চাটার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে, তার ব্যবস্থা করছে বিসিসিআই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বোর্ডের প্রধান নির্বাহীর মাধ্যমে সারাক্ষণ যোগাযোগ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।