Home আন্তর্জাতিক ভারতে দুর্ঘটনার কবলে রেমডেসিভির ওষুধ বহনকারী বিমান

ভারতে দুর্ঘটনার কবলে রেমডেসিভির ওষুধ বহনকারী বিমান

257
0
SHARE

ভারতে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (৬ মে) এক প্রতিবেদনে এ খবর জানায়।

ভারতীয় এই সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে জরুরি অবতরণ করে। তবে যে গতিতে এটি অবতরণ করেছে, তাকে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়াই বলা যেতে পারে।

এ ঘটনায় ক্যাপটেনসহ তিনজন আহত হয়েছেন। তাদের বিমান বাহিনীর লোকেরা হাসপাতালে ভর্তি করিয়েছে। একইদিন মুম্বাইয়ে অবতরণের সময় ত্রুটির মধ্যে পড়েছিল একটি অ্যাম্বুলেন্স বিমান। তবে বড় কোনো বিপদে পড়েনি বিমানটি।

গোয়ালিয়ারের সিনিয়র পুলিশ অফিসার অমিত সংঘি সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুটি দুর্ঘটনাই বিমান রানওয়েতে নামার সঙ্গে হয়েছে। তবে গোয়ালিয়ায় বিমানটিতে রেমডেসিভির ইঞ্জেকশনের চালানের কোনো ক্ষতি হয়নি।