Home জাতীয় রাতে মুখোমুখি বার্সা-অ্যাতলেটিকো

রাতে মুখোমুখি বার্সা-অ্যাতলেটিকো

82
0
SHARE

লা লিগায় শিরোপা নির্ধারণে ভূমিকা রাখা গুরুত্বপূর্ণ ম্যাচে রাত সোয়া ৮টায় মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদ। ম্যাচটি সরাসরি দেখা যাবে করবে লা লিগার ফেসবুক পেজ।

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেন লুইস সুয়ারেজ। সব মিলিয়ে ২৮৩ ম্যাচে কাতালানদের জার্সিতে করেছেন ১৯৮ গোল। যা ক্লাব ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। একটি চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগাসহ ক্লাবটির হয়ে শিরোপা জিতেছেন মোট ১৩টি। চলতি মৌসুম শুরুর আগেই উরুগুইয়ান এই ফরোয়ার্ডকে বিদায় জানানো হয়। নাম মাত্র মূল্যে (৬ মিলিয়ন ইউরো) তার নতুন গন্তব্য হয় অ্যাতলেটিকো মাদ্রিদে। বার্সায় থাকাকালীন সুয়ারেজের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন লিওনেল মেসি। মাঠের সখ্যতা ছাড়িয়ে দুই তারকার পরিবারেরও সদস্যদের মধ্যে বেশ আন্তরিকতা দেখা যেতে। অনুশীলনে যাওয়া আসে, আড্ডা থেকে ছুটি কাটানো। এক সঙ্গেই দেখা যেত মেসি-সুয়ারেজকে। এবার প্রতিপক্ষ হিসেবে দুই বন্ধু মাঠে নামছেন। তাও আবার শিরোপা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা লস ব্লাঙ্কোসরা এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে শীর্ষস্থানে উঠতে চায়। শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে চাইবে।

পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে রয়েছে বার্সা। মাদ্রিদের দলটির বিপক্ষে শেষ ২১ লিগ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে হেরেছে তারা। তবে ওই ম্যাচটি হচ্ছে চলতি মৌসুমের। গেল নভেম্বরে নিজেদের ঘরের মাঠে জয় তুলে ছিল অ্যাতলেটিকো। চোটের কারণে মাঠে নামা হয়নি সুয়ারেজের। তাই লাল-সাদা জার্সি গায়ে জড়ানো পর এবারই প্রথম দেখা হচ্ছে মেসি-সুয়ারেজের।