নেহা কক্কর ! বলিউডের জনপ্রিয় গায়িকা তিনি। সাম্প্রতিক কালে বেশির ভাগ গানই গাইছেন নেহা। সেই সঙ্গে আছে নিজের অ্যালবাম রিলিজ। কয়েক মাস আগেই তিনি বিয়ে করেছেন পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে। তবে নেহা মানেই চূড়ান্ত নাটক। জীবনের সব কিছু নিয়ে তিনি যেভাবে মজা করতে পারেন তা বোধহয় বলিউডের আর কেউ পারেন না। নেটিজেনরা বলেন নেহা প্রচারের জন্য সব কিছু করতে পারেন।
এমনকি নিজের বিয়ে নিয়েও নাটক করেছিলেন নেহা। উদিত নারায়ণের ছেলে আদিত্যর সঙ্গে তিনি বিয়ে করছেন এ খবর একটা সময় বলিউডে পাকা হয়ে গিয়েছিল। এমকি জনপ্রিয় রিয়ালিটি শোতে নেহা ও আদিত্যর পরিবার এসে বিয়ের পাকা কথা পর্যন্ত বলে ফেলেন। উদিত নারায়ণ বলেছিলেন, ‘আমি চাই নেহাকেই পূত্রবধূ হিসেবে দেখতে। ওদের বিয়েতে আমার মত আছে।’ এ কথা শুনে জাজের সিটে বসে কেঁদে ভাসিয়েছিলেন নেহা। কিন্তু কোথায় কি ! কয়েকদিন পর দেখা গেল বিয়েটা জাস্ট একটা নাটক ছিল। আসলে নেহা ও আদিত্যর মিউজিক অ্যালবাম রিলিজ করবে বলে এসব করেছেন তাঁরা প্রচারের জন্য।
এরপরই শোনা গিয়েছিল উদিত নারায়ণের ছেলে আদিত্যকে বিয়ে করছেন নেহা। কিন্তু শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধলেন পাঞ্জাবি গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে। সামাজিক মাধ্যমে তাদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবির প্রকাশ করেন বলিউডের এই জনপ্রিয় গায়িকা।
কিন্তু হঠাৎ কী হলো নেহা ও রোহানপ্রীতের সম্পর্কে? একটি ভিডিও প্রকাশের পর এমন প্রশ্ন এখন নেটিজনদের মনে। কয়েক মাস আগেই ভালোবেসে বিয়ে করেছেন তারা। এরমধ্যেই শুরু ঝগড়া। এমনকি মারপিট করছেন দুজন।
ভিডিওতে দেখা যাচ্ছে, রোহনপ্রীত চুল ধরে মারছেন নেহাকে। গায়িকাও কিন্তু চুপ নেই। তিনিও একের পর মারতে শুরু করলেন স্বামীকে। ভিডিওটি নেহা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘খাদ তেনু ম্যায় দাসসা’। এরপর থেকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা। কিন্তু ঘটনা আসলে অন্যকিছু। নেহা ও রোহানপ্রীতের নতুন গানের অ্যালবাম রিলিজ পাচ্ছে শিগগিরই। আর এই খুনসুটি ভরা মারপিট সেই ভিডিওর একটা অংশ।



