Home বিনোদন আমাকে আরও পরিশ্রম করতে হবে: সালমান

আমাকে আরও পরিশ্রম করতে হবে: সালমান

79
0
SHARE

ঈদে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। সিনেমাটি মুক্তির পর নতুন উপলব্ধি হয়েছে সালমান খানের। তরুণ প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতার বিষয় নিয়ে ভাবছেন তিনি। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতের একটি সংবাদমাধ্যম।

এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘আমার বয়স এখন ৫৫-৫৬। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি। এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন। বরুণ ধাওয়ান, রণবীর সিং এবং আয়ুষ শর্মারা আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’

সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের দাম দর্শক দেবেন। বলিউড ভাইজানখ্যাত এ অভিনেতা জানান, ঘুরে দাঁড়াতে আরও বেশি ঘাম ঝরাবেন তিনি।

এদিকে ‘রাধে’ নিরাশ করেছে দর্শকদের। নেটমাধ্যমে অসংখ্য ট্রল, মিম দেখে সেই ধারণাই পাওয়া যাচ্ছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি) ‘রাধে’ সিনেমার রেটিং দিয়েছে ১.৭।