করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত ভারত অননুমোদিত একটি করোনা ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ কেনার চুক্তি করেছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
ভারতের কেন্দ্রীয় সরকার এক বিবৃতিতে জানায়, ভারতীয় বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োলজিক্যাল ই এর তৈরি ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়াল চলছে। ট্রায়ালের প্রথম দুই ধাপে ভ্যাকসিনটি আশানুরুপ সাফল্য দেখিয়েছে। ২০ কোটি ৬০ লাখ ডলারের ক্রয়াদেশের মাধ্যমে ভারত এবারই প্রথম একটি টিকা কিনতে যাচ্ছে যা এখনো জরুরি অনুমোদন পায়নি।
টিকা দিতে ভারত যখন হিমশিম খাচ্ছে তখন বায়োলজিকাল ই- এর কাছ থেকে সরকার এ টিকা ক্রয় করার সিদ্ধান্ত নিল। ভারতে শতকরা ১০ ভাগেরও কম মানুষ এখন পর্যন্ত করোনার এক ডোজ টিকা নিয়েছে। দেশটিতে সংক্রমণ কমতে থাকলেও দৈনিক সংক্রমণ এখনো এক লাখের বেশি।
এদিকে, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭০৬ জন মানুষ। একদিনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত দেশটিতে তিন লাখ ৪০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।



