Home জাতীয় গণমাধ্যমকর্মী আইনের খসড়া চূড়ান্ত: ড. হাছান মাহমুদ

গণমাধ্যমকর্মী আইনের খসড়া চূড়ান্ত: ড. হাছান মাহমুদ

SHARE

গণমাধ্যমকর্মী আইনের খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ভেটিং শেষে আবারও আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ক্যাবল অপারেটিং ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী কর্মকাণ্ডে জিয়া মুক্তিযুদ্ধ বিরোধী প্রমাণিত হয়েছে। বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে এরইমধ্যে হাস্যকর দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত করা হয়েছে। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। এতে গণমাধ্যমকর্মীরা আইনি সুরক্ষা পাবে।