Home জাতীয় করোনা বিবেচনা করে ইউপি নির্বাচন হবে : সিইসি

করোনা বিবেচনা করে ইউপি নির্বাচন হবে : সিইসি

68
0
SHARE

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে নির্বাচনের আয়োজন করছি। যে সকল এলাকায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করোনার ঊর্ধ্বগতি মাদারীপুরে নেই। এ জন্যই মাদারীপুরে নির্বাচন আয়োজন করছি।

সিইসি আরো বলেন, ভোটারদের মধ্যে দিন দিন ইভিএম এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এমনকি জনপ্রতিনিধিরাও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইভিএম পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন। নির্বাচন সব জায়গায় স্থানীয় প্রশাসন আয়োজন করে থাকে। নির্বাচন কমিশন পাশে থেকে সহযোগিতা প্রদান করেন।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও আঞ্চলিক নির্বাচন কমিশনার মোস্তফা ফারুক, জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, জেলা নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান প্রমুখ।

মাদারীপুরের শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে।