Home অন্যান্য ক্রিপ্টো কারেন্সি কেনা-বেচা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

ক্রিপ্টো কারেন্সি কেনা-বেচা চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

88
0
SHARE

বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয় চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রোববার (২০ জুন) ভোরে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অবৈধ বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সি ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম হোতা হামিমসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার বাকিরা হলেন, রাহুল সরকার, সঞ্জিব দে ওরফে তিতাস এবং সোহেল খান। গ্রেপ্তারকৃতরা সবাই ফরিদপুরের বাসিন্দা বলেও জানিয়েছে র‌্যাব। তারা বিট কয়েনের মাধ্যমে পর্ন সাইট হতে পর্নোগ্রাফি ক্রয় করে। পরে এগুলো অর্থের বিনিময়ে ছড়িয়ে দেয়। এছাড়া অবৈধ বিটকয়েন বা ভার্চুয়াল মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে গ্রেপ্তারকৃতরা বিদেশে অর্থপাচারের সঙ্গে জড়িত বলেও জানায় র‌্যাব।

এই চক্র গত এক মাসে দেড় কোটি টাকা লেনদেন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য উঠে এসেছে বলেও জানায় র‌্যাব। অভিযানে দুইটি ল্যাপটপ, দুইটি ডেবিট কার্ড ও আইটি সংশ্লিষ্ট অন্যান্য জিনসপত্র জব্দ করা হয়েছে। মূলহোতা হামিম প্রিন্স খান এ পর্যন্ত অন্তত ৫০ জনকে বিট কয়েন লেনদেনের প্রশিক্ষণ দিয়েছে বলেও স্বীকারোক্তি দিয়েছে।