Home জাতীয় আওয়ামী লীগের আমলে কৃষির গুরুত্ব সবসময় থাকবে: পরিকল্পনামন্ত্রী

আওয়ামী লীগের আমলে কৃষির গুরুত্ব সবসময় থাকবে: পরিকল্পনামন্ত্রী

103
0
SHARE

কৃষির উন্নতি ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আওয়ামী লীগের নীতি কৌশল, এবং ভবিষ্যত কর্মপরিকল্পনায় সব সময়েই কৃষির অগ্রাধিকার থাকবে।

বাণিজ্যিক সংগঠন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ-আইবিএফবি আয়োজিত বাজেট আলোচনায় এই মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় মন্ত্রী আরও বলেন,’কৃষককে বাদ দিয়ে শ্রমিককে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করে খুবই কম। আমরা কৃষির উন্নয়নের কথা বিবেচান করলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওপর বিশ্বাস রাখতে পারি।’

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গবেষণা সংস্থা সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় প্রস্তাবিত বাজেটে কাঠামোগত কোন পরিকল্পনা রাখা হয়নি। এছাড়া প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন কৌশলও অষ্পস্ট রেখেছেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে কালো টাকা সাদা করা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন বক্তারা। কৃষিখাতে নজর দেয়া হলেও, মহামারি বিবেচনায় তা যথেষ্ট নয় বলে দাবি করেন কৃষি উদ্যোক্তারা। তবে পরিকল্পনামন্ত্রী বলেন, নীতি পর্যালোচনা ও তৈরিতে, কৃষিকে সবসময়ই গুরুত্ব দেয় আওয়ামী লীগ।