Home রাজনীতি করোনা মোকাবিলায় সচিবদের দায়িত্ব দেয়া হলেও তারা এলাকায় যান না: ইনু

করোনা মোকাবিলায় সচিবদের দায়িত্ব দেয়া হলেও তারা এলাকায় যান না: ইনু

100
0
SHARE

সারা দেশে করোনা মোকাবিলায় সচিবদের সমন্বয়ের দায়িত্ব দেয়া হলেও, তারা একবারও এলাকায় যান না বলেও মন্তব্য করেছেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি।

প্রশাসনের লোক দিয়ে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। ডিবিসি নিউজের নির্বাচিত সংবাদে যুক্ত হয়ে এসব কথা বলেন ইনু।

এ সময় তিনি আরও বলেন, ‘এখন আমলার কথা পরামর্শক কমিটি শোনে না, আবার পরামর্শক কমিটির কথা শোনেন না আমলারা।’

এদিকে, জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে লকডাউন-শাটডাউনসহ বার বার ঘোষণা পরিবর্তনের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের মধ্যে অস্থিরতা কাজ করছে। গত কয়েক দিনে লকডাউন-শাটডাউন নিয়ে প্রজ্ঞাপন জারি এবং তা ঘন ঘন সংশোধন। কয়েক ঘণ্টার মধ্যে অদলবদল করা। এসব বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে অস্থিরতাই প্রকাশ পাচ্ছে।’

মহামারি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতারও অভিযোগ তোলেন জাসদ সভাপতি।