Home জাতীয় যুক্তরাষ্ট্রের ২৫ লাখ টিকা আসছে শুক্রবার

যুক্তরাষ্ট্রের ২৫ লাখ টিকা আসছে শুক্রবার

88
0
SHARE

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন থেকে শিগগিরই টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। টিকা নিয়ে যে জটিলতা ছিল তা কেটে গেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ২৫ লাখ করোনার টিকা দুটি ফ্লাইটে ঢাকায় আসছে। মডার্নার তৈরি করা এসব টিকা আগামী শুক্র (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) ঢাকায় পৌঁছাবে।

আজ বুধবার (৩০ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী ২ ও ৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ২৫ লাখ টিকা আসছে। আর খুব শিগগিরই চীন থেকে ২০ লাখ টিকা আসছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ২৬ কোটি ডোজ টিকা লাগবে। যাই লাগুক না কেন প্রধানমন্ত্রী টিকা আনার অনুমোদন দিয়ে দিয়েছেন। টিকা নিয়ে এখন জটিলতা কেটে গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

চীন থেকে কত টাকায় টিকা কেনার চুক্তি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।

রাশিয়া থেকে কবে টিকা আসবে জানতে চাইলে ড. মোমেন বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা চলছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনার টিকা পেতে চুক্তি করেছিল বাংলাদেশ। প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ওই টিকা আসার কথা ছিল। চুক্তি অনুযায়ী এ বছরের শুরুর দিকে প্রথম দুই চালানে ৭০ লাখ টিকা এসেছিল।

তবে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে দেশটির সরকার টিকা রফতানিতে বিধিনিষেধ আরোপ করায় বাংলাদেশেও টিকা আসা বন্ধ হয়ে যায়। এতে দেশে করোনার গণটিকাদান কর্মসূচিও বন্ধ হওয়ার উপক্রম হয়।

এ পরিস্থিতিতে টিকা পেতে বিকল্প উৎসের সন্ধান করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকেও টিকা দেওয়ার অনুরোধ করা হয়। তাতে সাড়া দিয়ে ২৫ লাখ ডোজ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনার টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের ওই টিকা বাংলাদেশের পথে রওনা হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানালেন।