Home আইন আদালত লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে প্রায় ২০ লাখ টাকা জরিমানা

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে প্রায় ২০ লাখ টাকা জরিমানা

96
0
SHARE

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এদিন পুলিশের হাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়েছে প্রায় আড়াই শতাধিক। তিন দিনে মোট জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

শনিবার ডিএমপি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) বিভাগের এডিসি ইফতে খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের দাবি, যারা জরিমানা দিয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন তারা কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি।

জানা যায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন পর্যন্ত মোট ১১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানা করা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা।