Home জেলা সংবাদ টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

128
0
SHARE

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফনদীর জালিয়াপাড়া পয়েন্টে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার মংডু উপজেলার নাককুড়া থানার বুড়া সিকদারপাড়া এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে (১৮) ও দিল আহমদের ছেলে দুস্ত মোহাম্মদ (১৮)।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, হ্নীলা বিওপির টহল দল জালিয়াপাড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নৌকায় করে চারজনকে জালিয়াপাড়ার দিকে যেতে দেখে তারা। তাদের সন্দেহ হলে নৌকাটিকে তীরে আসার জন্য সংকেত দেয় বিজিবি। সংকেত পেয়ে নৌকা থেকে চারজনের মধ্যে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। একপর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে তারা। এ সময় বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। উভয়পক্ষের মধ্যে ১০ থেকে ১২ মিনিট গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বিজিবি। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারাল কিরিস উদ্ধার করা হয়।
পরে স্থানীয় রোহিঙ্গাদের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের টেকনাফ থানা-পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।