Home খেলা অলিম্পিক ফুটবলে প্রথম দিনেই খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

অলিম্পিক ফুটবলে প্রথম দিনেই খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

74
0
SHARE

ইউরো আর কোপা আমেরিকা শেষ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চলছে দলবদল। এরমধ্যে ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তি হয়ে আসতে পারে টোকিও অলিম্পিকের ফুটবল। পুরুষ দলের খেলা শুরু হচ্ছে ২২ জুলাই। প্রথম দিনেই দুই ভিন্ন দলের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মাতামাতি এদেশে বরাবরই বেশি। অলিম্পিক স্কোয়াড়ে থাকা দু’দলের চেনামুখ কারা?

ব্রাজিলের সবচেয়ে পরিচিত মুখ দানি আলভেজ। দলে ডাক পেয়েছেন ক’দিন আগে কোপা আমেরিকায় খেলা রিচার্লিসন। রোনালদিনহো, অস্কার, নেইমারের পর ১০ নম্বর জার্সিতে দেখা যাবে এভারটন উইঙ্গারকে।

এর বাইরে সেলেসাও স্কোয়াড়ে থাকা ১১ জনেরই আছে ইউরোপে খেলার অভিজ্ঞতা। ব্রাজিলের সিনিয়র দলে ডাক পেলেও খেলতে পারেননি, এবার অলিম্পিকের স্কোয়াড়ে গাব্রিয়েল মেনিনো। চোটে পড়ায় আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েলের বদলে নেয়া হয়েছে রিকার্দো গ্রাকাকে। গেরসন, পেদ্রো চূড়ান্ত দলে থাকলেও ক্লাবের আপত্তিতে বাদ পড়েছেন। দগলাস অগুস্তোর চোটে দলে ডাকা হয়েছে ম্যালকমকে।

এদিকে ব্রাজিলের মতো পরিচিত মুখ তেমনটা নেই আর্জেন্টিনা দলে। ২৪-এর বেশি বয়সী খেলোয়াড় তিনজন নেওয়ার সুযোগ আছে, তারপরও আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তা নিয়েছেন শুধু জেরেমাই লেদেসমাকে। চোটের কারণে দলে নেই স্ট্রাইকার লুকাস আলারিও।

প্রতিভাবান খেলোয়াড় হিসেবে যাদের কিছু নামডাক শোনা গেছে তাদের মধ্যে আছেন নেহুয়েন পেরেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা, এজেকিয়েল বার্কো ও আদোলফো গাইস।

অলিম্পিকের মূল আসর ২৩ জুলাই শুরু হলেও ছেলেদের ফুটবল শুরু হবে একদিন আগে। দল থাকছে ১৬টি। ২২ জুলাই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা, একই দিন ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি।