Home জাতীয় প্রাকৃতিক দুযোর্গ ঠেকাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই : রেলপথমন্ত্রী

প্রাকৃতিক দুযোর্গ ঠেকাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই : রেলপথমন্ত্রী

68
0
SHARE

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, দেশের যে কোন প্রাকৃতিক দুযোর্গ ঠেকাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। দেশের জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন শুরু হয়েছে। এতে দেশের সাবির্ক উন্নয়ন যে কোন মহুতে ক্ষতির আশংখা রয়েছে। সরকার দেশের জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নানান পদক্ষেপ গ্রহন করেছেন। সরকারের পাশাপাশি রেলপথমন্ত্রী সকলকে গাছ লাগানো জন্য আহবান জানান।

আজ শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১০টি ইউনিয়নে ২হাজার ৫শত গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী সহ আওয়ামীলীগের নের্তাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেলে রেলপথমন্ত্রী দেবীগঞ্জ উপজেলায় অনুরুপ ভাবে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।