Home আন্তর্জাতিক ধুনটে আগুনে কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই

ধুনটে আগুনে কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই

191
0
SHARE

বগুড়ার ধুনটে অগ্নিকান্ডে বাচ্চু প্রামানিক নামে এক কৃষকের বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল সোমবার সকাল ৭টায় উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়ীরভিটা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সোমবার সকালে ওই গ্রামের মৃত জোব্বার আলী প্রামানিকের ছেলে বাচ্চু প্রামানিকের বাড়ীতে বিদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে কৃষকের দুটি ঘর, ধান-চাল, নগদ টাকাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ধুনট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে।