Home আন্তর্জাতিক যুক্তরাজ্যে শপিং সেন্টারে ছুরি হামলায় আহত চার

যুক্তরাজ্যে শপিং সেন্টারে ছুরি হামলায় আহত চার

146
0
SHARE

ম্যানচেস্টারের আর্নডেল শপিং সেন্টারে ছুরি হামলার ঘটনায় চারজন আহত হয়েছে।
শুক্রবার সকালে এ হামলা হয়। হামলাকারী সন্দেহে ৪০ বছর বয়সের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকা।

চিকিৎসাকর্মীরা চারজনের চিকিৎসা করেছেন। তবে তাদের অবস্থা কেমন সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

দোকানের এক কর্মী ঘটনার বর্ণনায় বলেছেন, এক ব্যক্তি ছুরি নিয়ে দৌড়তে দৌড়তে একের পর এক মানুষকে আঘাত করছিল।

অন্য আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দোকান থেকেই ১০ মিটার দূরে এক নারীকে ছুরিকাহত হতে দেখেন।

টুইটারে পোস্ট হওয়া ফুটেজে দেখা গেছে, শপিং সেন্টারের বাইরে এক ব্যক্তি উপুড় হয়ে পড়ে আছে। পুলিশ তার দিকে অস্ত্র তাক করে রেখেছে এবং আরেকজন পুলিশ কর্মকর্তা তাকে হাতকড়া পরাচ্ছেন।

হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে এবং শপিং সেন্টারটি খালি করে দেওয়া হয়েছে। সন্ত্রাস-বিরোধী পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।