Home বিনোদন আমেরিকায় দ্বিতীয় বিয়ে করলেন লাক্স তারকা নাফিজা

আমেরিকায় দ্বিতীয় বিয়ে করলেন লাক্স তারকা নাফিজা

88
0
SHARE

লাক্স তারকা নাফিজা জাহান দ্বিতীয় বিয়ে করেছেন। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তার দ্বিতীয় বিয়ের খবর।

আজ শনিবার (৬ নভেম্বর) ফেসবুকে স্বামীর সঙ্গে ছবিসহ এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবর প্রকাশ করেন। তবে স্বামীর নাম পরিচয় জানাননি।

নাফিজা লিখেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি।

সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না সমাজের লোকদের মন্তব্যের ভয়ে।

বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই।’

সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।

নাফিজার এ বিয়ের খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন দেশের অনেক তারকারা।

প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স তারকা হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন নাফিজা জাহান। এরপর নাটকে অভিনয় করে দর্শক মাতিয়েছেন। ‘৪২০’ ও ‘গ্রাজুয়েট’ নাটক দিয়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।

অনেকদিন ধরেই তিনি শোবিজে নেই। গায়ক এস আই টুটুলের ভাগনে দ্বীপকে বিয়ে করে আমেরিকায় তিথু হন। তবে সেই বিয়ে ভেঙে গেছে৷

আবার বিয়ে করে খবরে এলেন নাফিজা।