Home আইন আদালত দুই ফ্যাশন হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা

দুই ফ্যাশন হাউজকে ৬০ হাজার টাকা জরিমানা

91
0
SHARE

রঙের স্থায়িত্বের অনুকূলে লাইসেন্স ছাড়া কাপড় বিক্রি ও বাজারজাত করায় দুই ফ্যাশন হাউজকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ।

সোমবার (৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ওই প্রতিষ্ঠান দুটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

প্রতিষ্ঠান দুটি হচ্ছে- সেলিব্রেশনস ও এম ক্রাফট। তাদের প্রত্যেককে ৩০ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। তাকে সহযোগিতা করে পুলিশ।

jagonews24

অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পরীক্ষক (টেক্সটাইল) প্রকৌশলী মো. শরীফুল ইসলাম।