Home ধর্মের বাণী মক্কা-মসজিদে নববিতে জুমা পড়াবেন শায়খ বালিলাহ ও হুসাইন

মক্কা-মসজিদে নববিতে জুমা পড়াবেন শায়খ বালিলাহ ও হুসাইন

240
0
SHARE

রবিউস সানির প্রথম জুমা আজ। দুই পবিত্র মসজিদে নামাজ, জেয়ারত, তাওয়াফ ও ইবাদত সবকিছুতেই আগের রূপে ফিরেছে। কাবা শরিফ ও মসজিদে নববির আজকের জুমায় খুতবাহ এবং ইমামতি করবেন দুই প্রসিদ্ধ ইমাম। জিয়ারতকারী ওমরাহ পালনকারীরা দুই পবিত্রতম স্থানে খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন।

আজ ১২ নভেম্বর ২০২১ইং মোতাবেক ৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো আজও পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত হবে পবিত্র জুমার খুতবাহ ও নামাজ।

হারামাইন কর্তৃপক্ষ খুতবাহ প্রদান ও জুমা পড়াতে দুইজন প্রসিদ্ধ ইমামকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। আজকের খুতবাহ ও জুমার জন্য নির্বাচিত দুই খতিব হলেন-

কাবা শরিফ
প্রখ্যাত ইসলামিক স্কলার, প্রবীণ ইমাম ও প্রসিদ্ধ খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।

মসজিদে নববি
মসজিদে নববির প্রবীণ ইমাম ও শায়খ ড. হুসাইন আল-শায়খ।

আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম উম্মাহ পবিত্র দুই মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করবেন। জুমার খুতবা শুনবেন এবং নামাজ আদায় করবেন।