Home আইন আদালত অনলাইন বেটিং প্ল্যাটফর্মে যুক্ত ৯ জুয়াড়ি গ্রেফতার

অনলাইন বেটিং প্ল্যাটফর্মে যুক্ত ৯ জুয়াড়ি গ্রেফতার

79
0
SHARE

অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেট পরিচালনার সঙ্গে যুক্ত ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইউনিট। ওয়ানএক্সবেট মূলত একটি জুয়া খেলার ওয়েবসাইট।

শনিবার (১৩ নভেম্বর) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন জেলায় অভিযান চালিয়ে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেট পরিচালনার সঙ্গে যুক্ত ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আগামীকাল রোববার (১৪ নভেম্বর) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।