Home আইন আদালত রাজধানীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

রাজধানীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

53
0
SHARE

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে অভিনব কৌশলে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে ইয়াবা বহনকালে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

তারা হলেন- মো. আবুল আলম ও মো. শাহাবুল ইসলাম।

শনিবার (২০ নভেম্বর) গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এসি মধুসূদন দাস বলেন, রাজধানীর শাহজাহানপুর থানার উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট এলাকায় শুক্রবার ও শনিবার ধারাবাহিক অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম। পরবর্তী সময় তাদের দেওয়া তথ্যমতে, মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্স খুলে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।