Home অর্থ-বাণিজ্য এসএমই মেলায় ১০ কোটি টাকার পণ্য বিক্রি, অর্ডার ১৭ কোটি টাকার

এসএমই মেলায় ১০ কোটি টাকার পণ্য বিক্রি, অর্ডার ১৭ কোটি টাকার

61
0
SHARE

৯ম জাতীয় এসএমই পণ্য মেলায় ১০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। একই সঙ্গে ১৭ কোটি টাকার অর্ডারও পেয়েছেন উদ্যোক্তারা।

আজ রোববার (১২ ডিসেম্বর) এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৫ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৮ দিনের এই মেলা শুরু হয়। মেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে আট বছর ধরে আয়োজন হয়ে আসছে এ মেলা।

এবারের মেলায় ৩১১টি প্রতিষ্ঠানের ৩২৫টি স্টল ছিল। দেশীয় উৎপাদনকারী, সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রির সুযোগ পায়।

শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশনে আয়োজিত হচ্ছে এ মেলা। এতে দেশে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, আইটি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, পাটজাত, চামড়াজাত, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত, হ্যান্ডিক্রাফট, ফ্যাশন ডিজাইন, জুয়েলারি, হারবাল, অর্গানিকসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দেশীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হয়।