Home আইন আদালত হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

হাইকোর্টে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

187
0
SHARE

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ৯ অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছে সরকার।

জেলা ও দায়রা জজ পদমর্যাদার চারজন, সুপ্রিম কোর্টের আইনজীবী তিনজন ও দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রবিবার আইন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মোহাম্মদ মাহবুব-উল ইসলাম, শাহেদ নূরউদ্দিন (পিআরএল ভোগরত), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন, ঢাকার বিশেষ জজ-৫ মো. আখতারুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের আইনজীবী একেএম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে ৯ ব্যক্তিকে শপথ গ্রহণের দিন থেকে অনধিক দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

এই ৯ জন অতিরিক্ত বিচারককে নিয়োগের মধ্য দিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।