Home জাতীয় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরপরই গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পরপরই গ্রেপ্তার নয়: আইনমন্ত্রী

47
0
SHARE

ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ পাওয়ার সাথে সাথেই মামলা না নেওয়ার এবং গণমাধ্যমকর্মীদের অভিযোগের পরপরই গ্রেপ্তার না করার আহবান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের ষষ্ঠ অধিবেশন শেষে মন্ত্রী এ আহবান জানান। প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কথাও জানান তিনি।

এসময় তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারো বিরুদ্ধে মামলা করতে হলে তা তদন্তের জন্য নির্ধারিত সেলে পাঠাতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে সাথে সাথে তাকে গ্রেপ্তার করা যাবে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলাপের কথাও জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের সাথে আলোচনার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘তাদেরকে জানানো হয়েছে আমরা আলোচনার জন্য প্রস্তুত। তারা যেন শিগগির আমাদের তারিখ দেয়, সেই তারিখ অনুযায়ী আমরা আলোচনায় বসতে রাজি আছি।’

এই উদ্দেশ্যে আইন বিভাগের সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠনের কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘এই আইন যখন বাস্তবায়ন করা হয় সেখানে কিছু অপব্যবহার হয়েছে। এগুলো যাতে না হয়, সারা পৃথিবীর যে যথার্থ চর্চা, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের সঙ্গে আলাপ-আলোচনা করে সেগুলো নির্ণয় করা হবে। এরপর আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।