কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী রুমানা খান। মঙ্গলবার (২২ অক্টোবর) নিউইয়র্ক স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় লং আইল্যান্ড জুইশ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রুমানা।
তার মেয়ের নাম রাখা হয়েছে আভাঙ্কা রহমান। রুমানা স্বামী নিউ ইয়র্কের ব্যবসায়ী এলান রহমান জানিয়েছেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। রুমানা তার কন্যার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।



