Home বিনোদন নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জায়েদ খানের

নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জায়েদ খানের

44
0
SHARE

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতিবস্থার আদেশের পরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন জায়েদ খান।

মঙ্গলবার চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালতে জায়েদ খানের আবেদনের শুনানি হয়। আদালত শুনানি শেষে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রবিবার শুনানির জন্য দিন ধার্য করেন।

গত ৬ই মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খান বহাল থাকার হাইকোর্টের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণ আক্তারকে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন চেম্বার আদালত। আগামী ৪ঠা এপ্রিল এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়। গত ৬ই মার্চ নিপুণের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন।

গেলো ২৪শে ফেব্রুয়ারি নায়িকা নিপুন আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন চিত্রনায়ক জায়েদ খান। গেলো রবিবার জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত ও স্থিতিবস্থা দেয় চেম্বার জজ আদালত।

এছাড়া গত ৭ই ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনি আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এছাড়া এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতাও স্থগিত করা হয়। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। চিত্রনায়ক জায়েদ খানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন।