Home জাতীয় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

707
0
SHARE

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে সারাদেশে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর

নাটোর : জেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের বড় হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। সেখানে পুলিশ শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ পুলিশ কর্মকর্তারা।
নওগাঁ : জেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। র‌্যালির উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ শহীদুজ্জামান সরকার এমপি। পুলিশ সুপারের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানের সভাপতিত্বে ইসরাফিল আলম এমপি, সলিম উদ্দিন তরফদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
শেরপুর : জেলার ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে শুভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক।
বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের অফিসার এসআই খোকন চন্দ্র সরকার, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ এ কে এম বেলায়েত হোসেন, জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রূপালী, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম, সাংবাদিক জিয়াউল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলাম, উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুহু মিয়া, উপজেলা জাসদ সভাপতি মিজানুর রহমান, ঝিনাইগাতী সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি প্রমুখ।
রামগঞ্জ (লক্ষ্মীপুর) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। ওসি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন ল²ীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, থানা পরিদর্শক (তদন্ত) এ কে এম ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, সাবেক চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান মজিবুল হক মজিব, মো. সহিদ উল্যা, কামাল হোসেন, আবুল হোসেন মিঠু, সাংবাদিক মনির হোসেন বাবুল প্রমুখ।
পাইকগাছা (খুলনা) : উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বঙ্গবন্ধু চত্বরে ওসি মো. এমদাদুল হক শেখের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ওসি (তদন্ত) মো. রহমত আলী, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, শ্রমিক লীগ নেতা শেখ মিথুন মধু, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন হয়েছে। এ উপলক্ষে কারবালা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক এডভোকেট আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যরা।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : উপজেলায় কমিউনিটি পুলিশিং সমন্বয়ে কমিটির আয়োজনে থানা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মোনোয়ার হোসেন চৌধুরী। গোবিন্দগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, গোবিন্দগঞ্জ থানা ওসি তদন্ত আফজাল হোসেন প্রমুখ।
বোয়ালখালী (চট্টগ্রাম) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান, ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, কাজল দে, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সাংবাদিক সিরাজুল ইসলাম ও প্রলয় চৌধুরী মুক্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভ‚ঁইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী ও রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রংগু, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর, মেহারী ইউপি চেয়ারম্যান মো. আলম মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
পূর্বধলা (নেত্রকোনা) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে শেষ হয়। থানার ওসি তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নুরুল আমিন নূরু মিয়া, সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান ভাসানী, বিশকাকুনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলায় কমিউিনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে থানা কমপ্লেক্স থেকে র‌্যালি বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা কমপ্লেক্স প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সহসভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাম্মেদ কবির হোসেন, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, কমিউনিটি পুলিশিং কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মায়া রানী সরকার, মাউজবাগ ইউনিয়ন কমিটির সভাপতি একরাম হোসেন বাচ্চু, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। থানার ওসি মাসুদুজ্জামান মিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ.লীগ সহসভাপতি মো. এমাদুল হক খান, আরিফ উল হক, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক, প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মজিবর রহমান, মিজানুর রহমান মিজু প্রমুখ।
আক্কেলপুর (জয়পুরহাট) : উপজেলায় কমিউনিটি পুলিশিং ডের র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি আবু ওবায়েদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার, উপজেলা কমিউনিটিংয়ের সভাপতি ও অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, জেলা পরিষদের সদস্য গোলাম রব্বানী, জেলা জাসদের সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।