Home আন্তর্জাতিক আজ ফের আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

আজ ফের আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

39
0
SHARE

রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের চতুর্থ দফার বৈঠক কোন সফলতা ছাড়াই শেষ হয়েছে। আজ মঙ্গলবার রাশিয়ান ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে সোমবার (১৪ মার্চ) দুই পক্ষের আলোচনার মধ্যে ইউক্রেনের অনেক শহরে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়া। রাজধানী কিয়েভের ফ্ল্যাটের একটি ব্লকে হামলার পাশাপাশি মারিয়াপোল থেকে শরনার্থী সরানোর প্রায় ১৬০টি গাড়িবহর ধ্বংস হয়ে গেছে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র দোনেস্ক শহরে ২০ জন নিহত হয়েছে। তবে ওই হামলার জন্য উল্টো রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত রুশ অভিযানে অন্তত ৬৩৬ জন বেসামরিক নিহত হয়েছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ১৯ দিনে রুশ হামলায় ছয় শতাধিক বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেন অভিযানে কোনোভাবেই বেসামরিক নাগরিক ও জনবহুল এলাকায় হামলা চালাতে চায় না রাশিয়া। সোমবার এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ।