Home জেলা সংবাদ আ. লীগের চট্টগ্রাম বিভাগীয় সভায় চার জেলা সম্মেলনের তারিখ ঘোষণা

আ. লীগের চট্টগ্রাম বিভাগীয় সভায় চার জেলা সম্মেলনের তারিখ ঘোষণা

113
0
SHARE

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় আওয়ামী লীগের তৃণমূল ও জেলা সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল রবিবার দুপুরে দ্য কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের এই ঘোষণা দেওয়া হয়। ছয়টি সাংগঠনিক নগর ও জেলা কমিটির মধ্যে চট্টগ্রাম নগরের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বর্ধিত সভায়।

গতকাল প্রতিনিধি সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, আগামী ২৪ নভেম্বর খাগড়াছড়ি, ২৫ নভেম্বর রাঙামাটি, ২৬ নভেম্বর বান্দরবান, ৩০ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলার সম্মেলন হবে।
৩০ নভেম্বরের মধ্যে উপজেলা সম্মেলন শেষ করে ১০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগকে সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্ধিত সভা ১১ নভেম্বর। এদিন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম উপস্থিত থাকার কথা রয়েছে। শামীম বলেন, নগরের বর্ধিত সভায় ওয়ার্ড সম্মেলনসহ নগর সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। এই সম্মেলনের আগে এরই মধ্যে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল অক্টোবরের মধ্যে তৃণমূল এবং নভেম্বরের মধ্যে জেলা-নগর কমিটির সম্মেলন সম্পন্ন করার। কিন্তু এখনো তৃণমূলের অনেক কমিটির সম্মেলন শেষ হয়নি। সর্বশেষ গতকালের বিভাগীয় প্রতিনিধি সভায় সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এদিকে গতকালের সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগসহ বিভাগে তৃণমূলের বিভিন্ন সংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সন্তোষ প্রকাশ করলেও চট্টগ্রাম দক্ষিণ জেলা নিয়ে অখুশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কর্মকাণ্ড ভালো মনে হয়নি। বাঁশখালী ও বোয়ালখালী আওয়ামী লীগের দীর্ঘদিন ধরে সম্মেলন হচ্ছে না।