Home বিনোদন অভিনয় জীবনের ৩০ বছরে মৌসুমী

অভিনয় জীবনের ৩০ বছরে মৌসুমী

40
0
SHARE

আজ অভিনয় জীবনের ৩০ বছরে পদার্পণ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ দিনেই মুক্তি পেয়েছিল সালমান শাহ-মৌসুমী অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। মৌসুমী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া না গেলেও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি পোস্ট করে সানী লিখেছেন, ‘আজকের এই দিনে ৩০ বছর আগে কেয়ামত থেকে কেয়ামত-এর মাধ্যমে পদার্পণ হয়েছিল, ওই ছবির মাধ্যমে মৌসুমী সালমানকে পেয়েছিলাম, সালমান পৃথিবীতে নেই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আজকের দিনটা মৌসুমী এবং সালমানের। ৩০ বছরে পদার্পণ হলো, অভিনন্দন মৌসুমীকে। অভিনন্দন সিরাজ ভাই, সুকুমার দা (প্রযোজক) এবং পরিচালক সোহানুর রহমান সোহানকে।’

পুরো নাম আরিফা পারভিন জামান মৌসুমী। শেষ নামেই তিনি পরিচিত। উইকির তথ্য অনুযায়ী তার বয়স ৪৮, যার মধ্যে ৩০ বছরই তিনি অভিনয়ে।

১৯৯৩-এ বড় পর্দায় অভিষেকের পর তার শুধু সামনে এগিয়ে যাওয়ার গল্প। নতুনদের মধ্যে নব্বই দশকের অন্যতম সেরা তারকা তিনি। মেঘলা আকাশ (২০০১), দেবদাস (২০১৩) ও তারকাঁটা (২০১৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

২০০৩ সালে কখনো মেঘ কখনো বৃষ্টি সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন। তিনটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি।