Home বিনোদন অস্কার ২০২২ : সেরা অভিনেতা হলেন উইল স্মিথ

অস্কার ২০২২ : সেরা অভিনেতা হলেন উইল স্মিথ

69
0
SHARE

৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন উইল স্মিথ।

‘কিং রিচার্ড’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন উইল স্মিথ।

এই ছবিতে টেনিস সুপারস্টার সেরেনা উইলিয়াম ও ভেনাস উইলিয়ামের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।