Home জাতীয় বিএনপির হাওয়া ভবন হাওয়া হয়ে গেছে: নৌপ্রতিমন্ত্রী

বিএনপির হাওয়া ভবন হাওয়া হয়ে গেছে: নৌপ্রতিমন্ত্রী

92
0
SHARE

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্নীতির কারণে বিএনপির হাওয়া ভবন নিজেই হাওয়া হয়ে গেছে। সোমবার (৪ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এমন মন্তব্য করে তিনি।

মোংলা বন্দরে আমদনি রফতানিতে ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া কোনো পণ্য খালাস হয় না প্রতিটা খাতে ঘুষ দিতে হয়, জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার এমন অভিযোগের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ’যারা দুর্নীতি করে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল তাদের মুখে দুর্নীতির অভিযোগ মানায় না।’

এ সময় তিনি রুমিন ফারহানাকে উদ্দেশ করে বলেন, ‘ঘুষ-দুর্নীতি কি ছিল তা আপনারা ভালো করেই জানেন। আপনাদের একজন দুর্নীতির দায়ে বিদেশে পলাতক আছেন, আরেকজন কারাগারে। বর্তমান সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স অবস্থানে আছে। আর বিএনপির দুর্নীতির কারণে হাওয়া ভবন হাওয়া হয়ে গেছে।’