Home জাতীয় রেসকিউ বোট-ডুবুরি নিয়ে বন্যাকবলিত এলাকায় যাচ্ছে কোস্টগার্ড

রেসকিউ বোট-ডুবুরি নিয়ে বন্যাকবলিত এলাকায় যাচ্ছে কোস্টগার্ড

208
0
SHARE

বন্যাকবলিত সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। সিলেটের বেশিরভাগ রাস্তা তলিয়ে গেছে। পানি প্রবাহিত হচ্ছে রাস্তার ওপর দিয়ে। সুনামগঞ্জের অবস্থা আরও খারাপ। এ এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

এ অবস্থায় কোস্ট গার্ডের পাঁচটি রেসকিউ বোট ও একাধিক ডুবুরি দল সিলেট-সুনামগঞ্জে বন্যাদুর্গতদের উদ্ধারে যাচ্ছে। শনিবার (১৮ জুন) কোস্ট গার্ড সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি জানিয়েছেন, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সেখানে মানুষ মানবেতর জীবনযাপন করছে। অনেকে বন্যার কারণে খাবার সংকটে ভুগছে। কোথাও আবার পানি বৃদ্ধির কারণে জীবনই সংকটাপন্ন উঠে উঠেছে। এ অবস্থায় বন্যাদুর্গতদের উদ্ধারে ঢাকা সদর দপ্তর থেকে পাঁচটি রেসকিউ বোট এবং একাধিক ডুবুরি দল নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। দলটি মুন্সিগঞ্জ স্টেশন থেকে এরই মধ্যে সিলেট-সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে।

সেখানে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে কোস্ট গার্ড।

তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় কোস্ট গার্ডের উদ্ধারকারী বোট ও ডুবুরি দল বাড়ানো হতে পারে।