Home জাতীয় ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

53
0
SHARE

দেশবাসীকে ভিডিও বার্তায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আসুন ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।

রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সবার সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্থ্যবিধি মেনে চলতেও সবার প্রতি অনুরোধ জানান।

দেশবাসীকে ‘ঈদ মোবারক’ বলে তিনি ভিডিও বার্তা শেষ করেন।