Home বিনোদন বলিউডে নতুন সম্পর্কের গুঞ্জন, ঘনিষ্ঠতা বাড়ছে আদিত্য-অনন্যার

বলিউডে নতুন সম্পর্কের গুঞ্জন, ঘনিষ্ঠতা বাড়ছে আদিত্য-অনন্যার

134
0
SHARE

প্রায় প্রতিদিনই সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জনে সরগরম থাকে বলিউডের অন্দর। এবার সেই পালে নতুন হাওয়া দিয়েছেন ‘আশিকি টু’ খ্যাত অভিনেতা আদিত্য রয় কাপুর ও জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। আদিত্য ও অনন্যার মধ্যে ক্রমশ বাড়ছে ঘনিষ্ঠতা— এমনই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ছে বলিউডের বাতাসে।

যদিও সম্পর্ক নিয়ে খবরের শিরোনামে আগেও পাওয়া গিয়েছে অনন্যাকে। শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টরের সঙ্গে প্রায় তিন বছর সম্পর্কে ছিলেন ‘চাঙ্কি-কন্যা’। ‘খালিপিলি’ ছবির শ্যুটিং থেকেই শুরু তাদের প্রেম-পর্ব। ২০২০-তে মুক্তি পায় এ ছবি। তারপরই হঠাৎ অজানা কারণে ভেঙে যায় সম্পর্ক। কেন সম্পর্ক ভাঙলো—এ বিষয়ে কেউই মুখ খুলতে চাননি।

এর আগে কখনো আদিত্য-অনন্যাকে একসঙ্গে দেখা যায়নি। দু’জনের বন্ধুত্বের শুরু কোথায়, সেই খবরেরই সন্ধান চলছে বলিউডে। যদিও এ জুটি পরস্পরকে ‘ভালো বন্ধু’ বলেই চালাচ্ছেন। আগের সম্পর্ক ভেঙে যাওয়ায় এবার অনন্যা বেশি সাবধানী, এমনটাই মনে করছে মুম্বাই সংবাদ সংস্থা।