Home জাতীয় থ্যালাসেমিয়া দূর করতে যা যা লাগে করবো: তাজুল ইসলাম

থ্যালাসেমিয়া দূর করতে যা যা লাগে করবো: তাজুল ইসলাম

59
0
SHARE

দেশ থেকে থ্যালাসেমিয়া দূর করতে যা যা করা লাগে তাই করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আমি আপনাদের প্রেজেন্টেশন থেকে জানতে পারলাম দেশের ১০ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া আক্রান্ত। এ রোগ নির্মূলে যা যা করা দরকার তা করবো। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমরা সবাই জনগণের কল্যাণে অঙ্গীকারবদ্ধ।

এসময় তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে যত টাকার প্রয়োজন, তার ব্যবস্থা করে দেওয়ার অঙ্গীকার করেন।

তাজুল ইসলাম আরও বলেন, আমরা যদি থ্যালাসেমিয়া আক্রান্ত ক্রস কাপল নির্বাচন করে বিয়ের মাধ্যমে জীবনযাপনের ব্যবস্থা করে দেই, তাহলে এ রোগের ঝুঁকি কমানো সম্ভব।

তিনি আরও বলেন, বিএসএমএমইউ উপাচার্য আমাকে বললেন, মাত্র ৪-৫ কোটি টাকা হলে এখানে থ্যালাসেমিয়া রোগীর বোনম্যারু প্রতিস্থাপন সম্ভব। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমাদের ভিসি সাহেবের উৎসাহকে সম্মান জানানোর জন্য ঘোষণা দিচ্ছি, এটার জন্য যে টাকা লাগবে আমি ব্যবস্থা করে দেবো।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সংসদ সদস্য ডা. মো. রুস্তুম আলী ফরাজী, সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।