Home জাতীয় বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে : পরিকল্পনামন্ত্রী

বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে : পরিকল্পনামন্ত্রী

52
0
SHARE

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, সরকারের চলতি হিসাব ও বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরেছে। আসছে দিনগুলোতে মূল্যস্ফিতিও কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
আমদানি ব্যয়ের সঙ্গে পাল্লা দিতে পারছিলনা রপ্তানি আয় ও রেমিট্যান্স। ফলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতায় কমছিল টাকার মূল্যমান, সেই সঙ্গে রিজার্ভ।
পরিকল্পনামন্ত্রী বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে আমদানির লাগাম টেনে ধরা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স আবার বাড়তে শুরু করেছে। ফলে বৈদেশিক লেনদেনে আপাতত স্থিতিশীলতা ফিরে এসেছে।
খাদ্য উৎপাদন ও মজুদ পরিস্থিতি ভালো হওয়ায় আসছে মাসগুলোয় মূল্যস্ফিতি আরও কমবে বলেও আশা তার।
এর আগে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকৃতির ক্ষতি না করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
আজকের একনেক বৈঠকে ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মোট আটটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার মধ্যে ৫টি নতুন ও তিনটি সংশোধিত।