Home জাতীয় লঞ্চের টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার ছাড়াই

লঞ্চের টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার ছাড়াই

227
0
SHARE

ঈদযাত্রায় বিভিন্ন লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ) লঞ্চ মালিকদের কাউন্টার থেকে অগ্রীম টিকিট বিক্রির জন্য বলেছিল। তবে বাস্তবে কাউন্টারে না বসেই অন্যান্য উপায়ে টিকিট বিক্রি করছে বিভিন্ন লঞ্চ কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের বিভ্রান্তি কাটছে না। এতে অনেক লঞ্চ কর্তৃপক্ষ অনিয়ম করলেও তা প্রকাশ্যে আসছে না।

এবার ঈদ সামনে রেখে বিআইডব্লিওটিএ ও ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ লঞ্চ মালিকদের অনুরোধ করে নতুন টার্মিনালে (বরিশালগামী লঞ্চের টার্মিনাল) অবস্থিত স্থায়ী টিকিট কাউন্টারে বসে লঞ্চের আগাম টিকিট বিক্রি করতে। তবে প্রতি বছরের মতো এবারও কাউন্টারে বসেননি তারা।

বাস্তবে দেখা যায়, এবারো বসছে না কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রির কোনো কার্যক্রম। তাই প্রচলিত নিয়মে লঞ্চের পাটাতনে নিজস্ব ভঙ্গিমায় বিক্রি চলবে ঈদের অগ্রিম টিকিট।

এবার সব লঞ্চ কোম্পানিই নিজেদের টিকিটের অন্তত ৩০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করবে বলে বিআইডব্লিওটিএকে জানিয়েছে।

দুই বছর আগে সদরঘাটের নতুন টার্মিনাল নির্মাণের পর সেখানে টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। তবে সেখানে টিকিট বিক্রি করে না লঞ্চ কোম্পানিগুলো। ফলে টিকিট কাউন্টারও অব্যবহৃত রয়ে গেছে।